Capt. Mohammad Shafique Salahuddin
Managing Director
MANAGING DIRECTOR SPEECH
বাস্তবিক সেবার ব্রত নিয়েই নেক্সাস কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ লিঃ এর গোড়াপত্তন । আসলে ,চিকিৎসার ক্ষেএে বাস্তবিক সেবার উপাদান অনেক।আর এই উপাদানগুলোর প্রতিষ্ঠা ও বাস্তবায়ন অনেক বড় এক চ্যালেঞ্জ। আপনাদের জ্ঞাতার্থে ও অনুধাবন করার স্বার্থে কিছু উপাদান উল্লেখ করা যেতে পারে।যেমন-
- হাসপাতালটি উন্নত ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশসম্পন্ন হওয়া ।
- হাসপাতালটি দালালমুক্ত হওয়া ।
- হাসপাতালটি কমিশনমুক্ত হওয়া।
- হাসপাতালটিতে গরীব ও অসহায়দের জন্যও চিকিৎসার সু-ব্যবস্থা থাকা।
- হাসপাতালটির মেডিকেল যন্ত্রপাতি ও অন্যান্য ব্যবহারিক যন্ত্রপাতি মানসম্পন্ন হওয়া।
- হাসপাতালের কর্মকর্তা , কর্মচারী,স্টাফ সবার ব্যবহার অতিথি সেবাপরায়ণ হওয়া।
- হাসপাতালে রোগীর চিকিৎসা খরচ যৌক্তিক ও সমীচীন হওয়া।
- নারী জাতি সম্মানের , তাদের মনোভাব ও সম্মানের প্রতি যথাযথ লক্ষ্য রাখার ব্যবস্থা করা।
যে চিকিৎসার জন্য ময়মনসিংহের বাহিরে অর্থাৎ ঢাকা বা বিদেশে চিকিৎসা সেবা নেয়ার জন্য যেতে হয়, সেই সকল সুবিধা নৈতিক মূল্যে এবং মান ঠিক রেখে ময়মনসিংহে সে সেবার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করা ইত্যাদি ইত্যাদি ।
আপনারা জেনে খুশি হবেন,
নেক্সাস কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ লিঃ , ময়মনসিংহের প্রাণকেন্দ্রে নিজস্ব জয়গায় , নিজস্ব অর্থায়নে , প্রখ্যাত ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টের তত্ত্বাবধানে নির্মিত , আধুনিক ও সুবিধাসম্পন্ন ১৩ তলা বিশিষ্ট ভবন। আপনার নেক্সাস কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ লিঃ এর পরিবেশ অনেক উন্নত , পরিষ্কার পরিচ্ছন্ন যা ক্রমান্বয়ে আরো উন্নত ও পরিচ্ছন্ন হচ্ছে।নেক্সাস কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ লিঃ সম্পূর্ণ কমিশন ও দালালমুক্ত। গরীব ও মানববান্ধব সার্ভিস “ নেক্সাস কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ লিঃ “ কে আরো সৌন্দর্যমন্ডিত করেছে।
১লা ফেব্রুয়ারী,২০২১ হতে মাত্র ৫০ টাকায় আউটডোর সার্ভিস চালু করা হয়েছে । ১লা ফেব্রুয়ারী,২০২১ হতে ৫০% ছাড়ে বিভিন্ন হেলথ্ চেকআপ প্যাকেজ চালু করা হয়েছে । স্বল্প খরচে, সর্বোচ্চ সুবিধা প্রদান করে প্যাকেজের মাধ্যমে বিভিন্ন প্রকার অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
নেক্সাস মডেল ফার্মেসীতে সকল দেশীয় ঔষধে ১০% ছাড় দেওয়া হচ্ছে। প্রখ্যাত চর্ম ও যৌন বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ হাসিবুর রহমান প্রত্যেক বৃহস্পতিবার নেক্সাস হসপিটালস এ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন। নেক্সাস হসপিটালটিতে মেডিকেল যন্ত্রপাতি ও অন্যান্য ব্যবহারিক যন্ত্রপাতির ব্যাপারে সর্বোচ্চ মান সংরক্ষণ করা হচ্ছে । নেক্সাস হসপিটালটি বৃহত্তর ময়মনসিংহে বেসরকারী খাতে একমাত্র CCU সেবা (২৪ ঘন্টা) প্রদান করে যাচ্ছে। নেক্সাস হসপিটালে ২৪ ঘণ্টা ICU সেবা চালু করা হয়েছে। ১লা ফেব্রুয়ারী,২০২১ হতে সর্বোচ্চ মানের কিডনি ডায়ালাইসিসের মেশিন স্থাপন করা হয়েছে । এছাড়াও ১লা ফেব্রুয়ারী,২০২১ হতে নিউনেটাল (নবজাতক) ওয়ার্ড ও শিশু ওয়ার্ড চালু করা হয়েছে ।